শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ আজ থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির।সেই শিবিরে দলীয় পতাকা লাগিয়ে সহায়তা ক্যাম্প করার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, শিলিগুড়ির অন্যান্য জায়গার পাশাপাশি ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও শুরু হয়েছে দুয়ারে সরকার।তবে অভিযোগ, শিবির চত্বরে দলীয় পতাকা লাগিয়ে সহায়তা ক্যাম্প তৈরি করেছে শাসকদলের কর্মীরা।ঘটনা ঘিরে শুরু হয় বিতর্ক।
এদিকে ঘটনার খবর পেয়ে শিবিরে পৌঁছান শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল।দ্রুত দলীয় পতাকা খুলে ফেলার নির্দেশ দেন তিনি।এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেবিষয়ে নজরদারি রাখার নির্দেশও দেন প্রশাসনিক আধিকারিকদের।তিনি বলেন, বিষয়টি নজরে আসতেই দলীয় পতাকা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে এই বিষয়ে স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী সিপিএম প্রার্থী মুন্সী নুরুল ইসলাম বলেন, দলীয় পতাকা নিয়ে সরকারি প্রকল্পের ক্যম্প বসেছে এই বিষয়টি কোনো মতে মেনে নেওয়া যায় না।বিষয়টি পুর কমিশনারকে জানিয়েছি।ভাবী মেয়র গৌতম দেবকেও ফোনে জানিয়েছি।এই ধরনের পরিবেশ আগে ছিল না।বিষয়টি প্রশাসনিকভাবে দেখা উচিৎ।