শিলিগুড়ি, ২৪ আগস্টঃ গত ১৬ আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দ্বিতীয় দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।সেইমতো শিলিগুড়ির বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।এই ক্যাম্পে বিশেষ করে রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার এর সুবিধা পেতে ভিড় করছেন মহিলারা।
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের মাইকেল মধুসূদন বিদ্যাপীঠে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এদিন গৌতম দেব বলেন, মানুষ যাতে শৃঙ্খলভাবে এই সুযোগ নিতে পারে এর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি।বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করার জন্য লক্ষীর ভান্ডার এর কিছু কাউন্টার মহিলা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।