দুয়ারে সরকার ক্যাম্প, লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলতে ভিড়

শিলিগুড়ি, ১৬ আগস্টঃ সোমবার থেকে একমাসের জন্য শুরু হল দুয়ারে সরকার।সকাল থেকেই সরকারি প্রকল্পের সুবিধা পেতে বিভিন্ন শিবিরে ব্যাপক ভিড় সাধারণ মানুষের।তবে নতুন প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর নাম তুলতে শিবির গুলিতে ব্যাপক ভিড় দেখা গেল মহিলাদের।


কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন।এই প্রকল্পে তপশীলি ও তপশীলি উপজাতি মহিলারা মাসিক ১০০০ টাকা ও সাধারণ মহিলারা ৫০০ টাকা করে পাবেন।

দুয়ারে সরকারে সেই প্রকল্পে নাম তুলতে শিলিগুড়িতে বিভিন্ন শিবিরে মহিলারা ব্যাপক ভিড় করেন প্রথম দিনে।প্রতিটি জায়গাতেই লম্বা লাইন দেখা যায় মহিলাদের।আর রাজ্য সরকারের নতুন এই প্রকল্প নিয়ে বেজায় খুশি মহিলারা।লম্বা লাইনে দাড়ালেও বিরক্তি নেই।তাদের কথা, সরকার আমাদের কথা ভেবেছে।এমন প্রকল্পের দরকার ছিল।অন্যদিকে এদিন মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল বিভিন্ন ক্যাম্পে যান।এদিন জোৎস্নাময়ী স্কুলেও ক্যাম্পে গিয়ে সেখানকার পরিস্থিতির খোঁজ নেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *