রাজগঞ্জ, ১ সেপ্টেম্বরঃ ফুলবাড়িতে দুয়ারে সরকার শিবিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী এই আশায় শিবিরের জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে।ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি ফুটবল ময়দানে জোরকদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ।
আগামী ৫ সেপ্টেম্বর উত্তরকন্যায় আসবেন মুখ্যমন্ত্রী।কয়েকদিন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কয়েকটি দুয়ারে সরকার শিবিরে যাবেন।
জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক বলেন, ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে চারটি দুয়ারে সরকার শিবির করা হয়েছে।আগামী ৭ এবং ৯ সেপ্টেম্বর আমাইদিঘি প্রাথমিক বিদ্যালয়ে শিবির করার কথা রয়েছে।তিনি বলেন, প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী ফুলবাড়িতে দুয়ারে সরকার শিবিরে যেতে পারেন।যেহেতু আমাইদিঘি স্কুলটি জাতীয় সড়কের পাশে, তাই মুখ্যমন্ত্রী সেখানে এলে যানজটের সৃষ্টি হতে পারে।একারণে ওই স্কুলের পরিবর্তে কাঞ্চনবাড়ির ফুটবল মাঠে শিবির করার জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে।