রাজগঞ্জ, ৬ সেপ্টেম্বরঃ ফুলবাড়িতে দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের সুবিধার্থে বেশকয়েকটি বাড়তি ব্যবস্থা প্রশাসনের।
সোমবার ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়িতে দুয়ারে সরকার শিবিরে নির্ধারিত ১৮ টি পরিষেবার পাশাপাশি বিনামূল্যে জেরক্স, মাস্ক ও স্যানিটাইজার, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, বয়স্ক নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য বসার ব্যবস্থা, পানীয় জল ও স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত চা-বিস্কুটের দোকানের ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, ফুলবাড়িতে পূর্ব নির্ধারিত আমাইদিঘি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরের স্থান পরিবর্তন করে কাঞ্চনবাড়িতে প্যান্ডেল তৈরি করে এদিন শিবির করা হয়।
এই বিষয়ে রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার বলেন, প্রথমে আমাইদিঘি প্রাথমিক বিদ্যালয়ে শিবির করার জন্য ঠিক করা হলেও স্থানটি উপযুক্ত না হওয়ায় কাঞ্চনবাড়ি শিবিরের আয়োজন করা হয়েছে।এই শিবিরে বিনামূল্যে জেরক্স সহ কয়েকটি বাড়তি ব্যবস্থা রাখা হয়।এদিন এই শিবির ছাড়াও ওই গ্রাম পঞ্চায়েতে পাঁচটি স্যাটেলাইট ক্যাম্প করা হয়।সেই শিবির গুলিতে শুধু লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দেওয়া হয়।