শিলিগুড়ি,৩ সেপ্টেম্বরঃ বৃষ্টিতে জল জমলো স্কুল মাঠে।তাতে সমস্যায় পড়লেন দুয়ারে সরকার শিবিরে আসা মানুষেরা।জলও জমলো হাঁটু পর্যন্ত।আর সেই জল পেরিয়ে লাইনে দাড়ালেন মানুষ।শেষে দমকল কর্মীরা যাওয়ায় কিছুটা সমস্যা মিটলো।পাম্প বসিয়ে জমে থাকা জল বের করা হল।
কাওয়াখালির প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়ার হাইস্কুলে দুয়ারে সরকার শিবির হচ্ছে।কিন্তু সেখানে বৃষ্টির জেরে পুরো মাঠ জল থইথই।সেই জলের জন্য সবথেকে বেশী সমস্যায় পড়েন লক্ষ্মীর ভান্ডারে নাম তুলতে আসা মহিলারা।এছাড়া রেশন কার্ড, স্বাস্থ্যসাথী সহ নানা সরকারি প্রকল্পের কাজের জন্য প্রতিদিন সেখানে কয়েকশো মানুষ আসছেন।কিন্তু দেখা যায় জলের জেরে লাইনেও দাড়াতে পারছেন না অনেকে।এমন অবস্থায় শুক্রবার শেষে মাটিগাড়া দমকল কেন্দ্র থেকে দমকল কর্মীরা সেখানে যান।মাঠে পাম্প বসিয়ে সেই জল বের করা হয়।কিন্তু জল এতোটাই যে সেই জল বের করতে আরও সময় লাগবে।