DYFI এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার, পড়ল পাথর- ফাটল কাঁদানে গ্যাসের শেল

শিলিগুড়ি,১৩ এপ্রিলঃ শিলিগুড়িতে DYFI এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠল আন্দোলনকারীদের বিরুদ্ধে।অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে পরপর বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।বেশ কয়েকজন DYFI নেতা-কর্মীকে আটকও করা হয়।


প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ও শূন্য পদে নিয়োগের দাবিতে আজ উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল DYFI।মিছিলে উপস্থিত ছিলেন বাম যুব সংগঠনের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ কয়েক হাজার নেতা-কর্মী। মিছিল তিনবাত্তি মোড়ে পৌছাতেই ব্যারিকেড লাগিয়ে মিছিল আটকে দেয় পুলিশ।এরপরই কার্যত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে খন্ডযুদ্ধ বাঁধে।পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু হয়।পুলিশের তরফে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *