DYFI এর মিছিল থেকে ছোড়া পাথরে জখম ৩ পুলিশ কর্মী! 

শিলিগুড়ি,১২ ফেব্রুয়ারিঃ ডিওয়াইএফআই এর মিছিল থেকে ঢিলবৃষ্টি। পাথরের হামলায় জখম ৩ পুলিশ কর্মী। এমনই জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি আর্থব। আজ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই। সেই মিছিল তিনবাত্তি মোড়ে আটকে দেওয়া হয় পুলিশের তরফে। এরপরই পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল আগে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান চালায়। তখনই পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হতে থাকে। 
সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার জানান, ৩ জন পুলিশ কর্মী জখম হয়েছেন। মামলা দায়ের করা হবে পুলিশের তরফে। যদিও ডিওয়াইএফআই এর তরফে দাবি করা হয় পুলিশ লাঠিচার্জ করে। দলের বেশকয়েকজন জখমও হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *