DYFI এর উত্তরকন্যা অভিযানে জলকামান পুলিশের, পাল্টা ঢিলবৃষ্টি

শিলিগুড়ি,১২ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এবং কয়েক দফা দাবিতে আজ উত্তরকন্যা অভিযানের ডাক দেয় DYFI ।এদিন এয়ারভিউ মোড় থেকে এই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল কিন্তু মিছিলটি তিনবাত্তি মোড়ে পৌছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


তিনবাত্তি মোড়ে ব্যারিকেড লাগিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ।কিন্তু লোহার ব্যারিকেড ভেঙে দেয় DYFI সদস্যরা।এরপরেই পুলিশের তরফে জলকামান চালানো হয়।পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট পাথর ছোড়া হয়।এদিন মিছিলে থাকা এক ডিওয়াইএফআই কর্মী জখম হন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে।যদিও পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অন্যদিকে তিনবাত্তি মোড়ে রাস্তা আটকে বিক্ষোভে বসে পড়েন DYFI কর্মীরা এবং পুলিশের কাছে ক্ষমার দাবি করেন।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *