দার্জিলিং, ১২ ডিসেম্বরঃ কিছুদিন আগে দার্জিলিং এসে প্রবীণ পর্যটকদের সুবিধার্থে ইলেক্ট্রিক গাড়ি চালু করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে সেই পরিষেবা শুরু করা হল। দার্জিলিংয়ে জিটিএ চিফ এগজিকিউটিভ অনীত থাপা মহাকাল মন্দির কমিটির হাতে একটি গাড়ি তুলে দিয়েছেন। দার্জিলিং ম্যাল ফেস্টিভ্যালের অনুষ্ঠানে কমিটির হাতে নতুন গাড়ির চাবি তুলে দিয়েছেন তিনি।
এখন থেকে প্রবীণ নাগরিকেরা সহজেই ইলেক্ট্রিক গাড়িতে পাহাড়ের উচুতে থাকা মন্দিরে যেতে পারবেন। এই পরিষেবা শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা।
