শিলিগুড়ি,২৫ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকা থেকে গ্রেফতার ৪ দুষ্কৃতি।অপরাধমূলক কাজকর্মের জন্য ওই এলাকায় জড়ো হয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতি।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
ধৃতরা হল প্রদীপ দাস, বিক্কি সাহানি,সঞ্জীব দাস ও মহম্মদ জামিল।ধৃতদের কাছ থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।