রাজগঞ্জ, ২১ ডিসেম্বরঃ আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি শুরু করল তৃণমূল মহিলা কংগ্রেস। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক সভার আয়োজন করা হল।
২০২৪ এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে লাগাতার কর্মসূচির ঘোষণা করছে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস। এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যজুড়ে কয়েক হাজার পাড়া বৈঠক করবে তৃণমূল মহিলা কংগ্রেস। প্রত্যেক অঞ্চলে ৩ টে করে সভা করবে মহিলা তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচি ২২ ডিসেম্বর থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে চলবে।
রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, আজ বেলাকোবার দেবী চৌধুরানী সভাকক্ষে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৪৫ দিনের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে অঞ্চলে অঞ্চলে গিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সভা করবেন। যেখানে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরা হবে।