শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের কার্যালয়ে ই-পেমেন্ট গেটওয়ে এসজেডিএ পরিষেবার উদ্বোধন করা হল আজ। এদিন আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান দিলীপ দুগার, এসজেডিএ সদস্য গৌতম গোস্বামী, কাজল ঘোষ, রঞ্জন শীল শর্মা সহ অন্যান্য আধিকারিকেরা।
জানা গিয়েছে, নাগরিকদের ল্যান্ড ট্যাক্স, লাইসেন্স, লাইসেন্স ফি সহ বিভিন্ন ক্ষেত্রে এসজেডিএ কার্যালয়ে গিয়ে ফি জমা দিতে হত।তবে এখন থেকে বাড়িতে বসে বিভিন্ন অনলাইন পেমেন্ট অ্যাপ এবং ডেবিট কার্ডের মধ্য দিয়ে তা জমা দিতে পারবেন।সম্পূর্নভাবে পেপার লেস কাজ হবে সুরক্ষিতভাবে।পাশাপাশি সাধারণ মানুষের সাহায্য হেল্প ডেস্কও চালু করা হয় এদিন।
এই বিষয়ে SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, আজ থেকে শুরু করা হলো ডিজিটাল এসজেডিএ পরিষেবা।এই প্রথম ই-পেমেন্ট এর মাধ্যমে সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া হবে।বাড়িতে বসে বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন মানুষ।অনলাইনে সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে এবং সংরক্ষিত করা হবে।