শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ মোহনবাগানের পর এবারে ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হচ্ছে শিলিগুড়িতে।আগামী ৩০ এপ্রিল ইস্টবেঙ্গলের নামে রাস্তার নামকরণ হবে।যার জন্য চলছে প্রস্তুতি।
জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে যাওয়া বিএসএনএল অফিস পর্যন্ত রাস্তাটির নাম হবে ইস্টবেঙ্গল রোড।যা নিয়ে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফে শুরু হয়েছে প্রস্তুতি।সকাল থেকে চলছে দেওয়াল লিখনের কাজ।ব্যানারে তুলে ধরা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস।দিনটিকে স্মরণীয় করে রাখতে বেশকিছু কর্মসূচীও নেওয়া হয়েছে।উদ্বোধনের দিন শোভাযাত্রা করা হবে।গোটা শহর লাল-হলুদ পতাকায় সাজিয়ে তোলা হবে।রাস্তার উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের আসার কথা রয়েছে।তালিকায় রয়েছে মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী,সমরেশ চৌধুরি সহ অনেকের নাম।
প্রসঙ্গত, গত ২রা এপ্রিল মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের রাস্তার নামকরণ করা হয় মোহনবাগান অ্যাভিনিউ।
এদিন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অনুপ বসু বলেন, আমরা গোটা শহরকে সাজিয়ে তুলছি।আমরা আশা রাখছি আগামীদিনে শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের মধ্যে যাতে ডার্বি ম্যাচ হয়।
