শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের নামে রাস্তার উদ্বোধন, খুশির হাওয়া শহরে  

শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ শিলিগুড়িতে ইস্টবেঙ্গল রোডের উদ্বোধন হল আজ।শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও শিলিগুড়ি ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে ইস্টবেঙ্গল রোডের উদ্বোধন করা হল।রাস্তার উদ্বোধন করেন পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ ইস্টবেঙ্গল ক্লাবের বিশিষ্ট সদস্যরা।


ইস্টবেঙ্গলের নামে রাস্তার নামকরণকে ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব।শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে যাওয়া বিএসএনএল অফিস পর্যন্ত রাস্তাটি লাল-হলুদ পতাকায় সাজিয়ে তোলা হয়।বিভিন্ন ব্যানারের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস তুলে ধরা হয়।

পাশাপাশি এদিন দুপুরে একটি শোভাযাত্রা বের করা হয়।যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।স্টেডিয়ামের সামনেই মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, অতনু ভট্টাচার্য, বিকাশ পাঁজি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলক মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু রায়, সুমিত মুখোপাধ্যায় ও মনোরঞ্জন ভট্টাচার্যের মত প্রাক্তন তারকা ফুটবলার এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকার জানান, আমরা চাই শিলিগুড়িতে শুধু রাস্তাই নয় এখানে একটি অ্যাকাডেমি হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *