শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ হেলমেটবিহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালালে আইনি পদক্ষেপ।মঙ্গলবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ বাজার এলাকায় আশিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে চালানো হল বিশেষ অভিযান।
এদিনের অভিযানে দুই চাকার গাড়ি চালকদের বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভঙ্গের অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হয়।১৮ বছরের নিচে বাইক চালানোর জন্য ৫ হাজার টাকা এবং হেলমেট না পরার কারণে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় দুজনকে।পাশাপাশি প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় একটি বাইক বাজেয়াপ্ত করা হয়।
পথ নিরাপত্তা সুনিশ্চিত এবং দুর্ঘটনা রোধ করতেই এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।
