শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের দুর্ঘটনা।মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি লরি।বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আশিঘর থেকে জলেশ্বরী যাওয়ার পথে কানকাটা মোড়ের কাছে ঘটনাটি ঘটে।ঘটনার পরই চম্পট দেয় গাড়ির চালক।এলাকার বেশকিছু বাড়িতে টিভি, বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্থ হয়েছে।ঘটনার পর খবর দেওয়া আশিঘর ফাঁড়ির পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের।খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ।পরবর্তীতে ক্রেনের সাহায্যে বিদ্যুতের খুঁটি সরিয়ে গাড়িটিকে উদ্ধার করা হয়।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত মিঠু সরকার জানান, রাস্তায় লাইট না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটছে।এলাকার বিধায়কের কাছে বিষয়টি জানাবেন।
অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
