ইস্টার্ন বাইপাসে ফের দুর্ঘটনা, মহিলাকে ধাক্কা স্কুটির- আহত ২

শিলিগুড়ি,৩ জানুয়ারিঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের দুর্ঘটনা।আহত হল ২ জন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকায় দুপুর নাগাদ এক নাবালক দ্রুতগতিতে স্কুটি চালিয়ে যাচ্ছিল।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি এক মহিলাকে ধাক্কা মারে।দুজনই রাস্তার ধারে ছিটকে পড়ে।স্থানীয়রা ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের অভিযোগ, নাবালকদের হাতে এভাবে গাড়ি তুলে দেওয়ার ফলেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।এই ঘটনার পরও যদি বাবা-মায়েরা সতর্ক না হন এবং নাবালক সন্তানদের হাতে গাড়ি তুলে দেন, তাহলে ভবিষ্যতেও এভাবেই একের পর এক দুর্ঘটনার সাক্ষী হতে হবে সকলকে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *