শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন এক মহিলা সহ ৫ জন।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাস এলাকায়।
জানা গিয়েছে, একটি বাইকে তিন যুবক ছিলেন।অন্যদিকে আরেকটি বাইকে এক মহিলা ও এক ব্যক্তি ছিলেন।আশিঘর ফাঁড়ি অন্তর্গত ইস্টার্ন বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনায় আহত হন ৫ জন।ঘটনার পর স্থানীয়রা পৌঁছে পুলিশে খবর দেয়।
খবর পেয়েই আশিঘর ফাঁড়ি এবং ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।আহতরা হল পূর্ব ধনতলার বাসিন্দা প্রমিলা রায়, ঘোঘোমালীর বাসিন্দা রোহন সরকার, আশিঘর কলোনির হিমেশ বিশ্বাস এবং মাদানী বাজারের বাসিন্দা বাপ্পা দাস।যদিও একজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় ট্রাফিক ব্যবস্থা এবং পথবাতি না থাকার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।এরপরও প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করছে না।গোটা ঘটনার তদন্তে পুলিশ।