শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যার জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।এই নিয়ে পথে নামলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী।
এদিন শিখা চ্যাটার্জীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা পথ অবরোধে সামিল হন।প্রায় ১ ঘণ্টা চলে অবরোধ।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ইস্টার্ন বাইপাসের ভারী মোড় এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারায় এক পাঁচ বছরের শিশু।এছাড়াও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে।বুধবার সেই দুর্ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধে সামিল হন বিধায়ক শিখা চ্যাটার্জী ও বিজেপির নেতা কর্মীরা।
এর আগেও ইস্টার্ন বাইপাসে পথবাতি ও ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে পথে নেমেছিলেন বিধায়ক।কিন্তু তার পরেও কোনো কাজ হয়নি।প্রশাসনের গাফিলতির জেরে বার বার দুর্ঘটনা ঘটেছে ও মানুষকে প্রাণ হারাতে হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক।
এদিন বিধায়ক শিখা চ্যাটার্জী জানান, ইস্টার্ন বাইপাসে ৫টি মদের দোকান রয়েছে।সেই জায়গাগুলিতে পথবাতি, ব্যারিকেড এবং ট্র্যাফিক ব্যবস্থা রয়েছে।কিন্তু বাকি ইস্টার্ন বাইপাসে কোথাও সেরকম কোনো ব্যবস্থা নেই।যার জেরে দুর্ঘটনা ঘটে চলেছে।এর আগেও বহুবার এই বিষয়ে আন্দোলন করেছি কিন্তু কোন সুরাহা হয়নি।অবিলম্বে প্রশাসন এদিকে নজর দিক তা নাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব বলে জানান তিনি।