শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ ইস্টার্ন বাইপাসে একের পর এক পথ দুর্ঘটনা।ট্রাফিক পুলিশ লাগাতার অভিযান চালালেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ।তাই মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ।এদিন হেলমেটবিহীন চালকদের দাঁড় করিয়ে জরিমানা না করে তাদের হাতে কেক তুলে দিল সান্তাক্লজ।
এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেটবিহীন চালকদের দাঁড় করিয়ে হেলমেটের গুরুত্ব বোঝানো হয় এবং আগামীতে নিয়ম মেনে চলার জন্য আবেদন জানানো হয়।এদিন এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি এ চক্রবর্তী সহ আশিঘর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক ও কর্মীরা।
উল্লেখ্য, কিছুদিন আগে ইস্টার্ন বাইপাস এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়।সেই ঘটনার পর থেকেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এলাকায় লাগাতার সচেতনতা অভিযান চালানো হচ্ছে।এরপরও সচেতন হচ্ছেন না মানুষ।এই কারণে আজ ফের অভিযান চালানো হয়।
