শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে নেই পর্যাপ্ত পথবাতি।রাস্তার বেশীরভাগ জায়গায় থাকছে অন্ধকার।যেকারনে দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ।অসুবিধেয় পড়তে হচ্ছে পথচলতি মানুষকেও।
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন গোড়ামোড় থেকে চেকপোস্ট পর্যন্ত পূর্ত দফতরের তরফে লাগানো হয়েছে পথবাতি।কিন্তু পর্যাপ্ত পথবাতি না থাকায় বেশিরভাগ জায়গায় থাকছে অন্ধকার।এদিকে যেসমস্ত পথবাতি লাগানো হয়েছে রাতের পাশাপাশি দিনের আলোতেও জ্বলছে সেইসমস্ত লাইট।
স্থানীয়দের অভিযোগ, ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে।দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।পাশাপাশি প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে।রাত হলেই রাস্তায় বেরোতে ভয় পান মহিলারা।যেখানে পথবাতি লাগানো দরকার সেখানে কোন পথবাতি নেই।শুধুমাত্র ব্যবসায়ীক এলাকায় পথবাতিগুলো লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।প্রশাসনের বিষয়টি নজর দেওয়া দরকার বলে দাবী জানান স্থানীয়রা।