শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ আজ রামনবমী, বিগত বছরগুলিতে মহাসাড়ম্বরে বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে রামনবমী পালিত হত।তবে করোনার জেরে গতবছর থেকেই বন্ধ রয়েছে বিশাল শোভাযাত্রা।
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে বুধবার ছোট করেই রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়।১৫০ জন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
রামনবমী মহোৎসব সমিতির তরফে রঞ্জিত মন্ডল জানান, শোভাযাত্রায় ১৫০ জন মানুষ রয়েছেন এবং সকলকেই মাস্ক পড়ে শোভাযাত্রায় আসতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাতে এই শোভাযাত্রা করা হয় সেদিকে তারা নজর রেখেছেন। পাশাপাশি করোনা পরিস্থিতির জেরে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা এবছর স্থগিত রাখা হয়েছে।