শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ পিছু নিয়েছিল কী পুলিশের গাড়ি? পুলিশের থেকে বাঁচতে গিয়ে কী দুর্ঘটনার কবলে পড়ে ট্রাক? শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে জলেশ্বরী বাজারে দুর্ঘটনায় এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।বৃহস্পতিবার রাতে জলেশ্বরী বাজারের কাছে বোল্ডার বোঝাই ট্রাক উলটে মৃত্যু হয় ৪ জনের।
স্থানীয় কিছু মানুষের দাবি, ট্রাকটিকে ধরার জন্য পিছু নিয়েছিল পুলিশের একটি ভ্যান। তা দেখে পালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় ট্রাক। এরপর বাজারের কাছে দোকানে উল্টে যায় বোল্ডার বোঝাই ট্রাকটি।যদিও আদৌ তেমন কিছু হয়েছিল কিনা তাঁর প্রমাণ এখনও পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা কানাই দাস জানান, পুলিশের একটি গাড়ি ট্রাকটির পেছনে ছিল।ট্রাকটি উল্টে গিয়েছে দেখে গাড়িটি ঘুরে যায়। শুক্রবার ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার গৌরব শর্মা। এমন অভিযোগ ওঠার পর সেবিষয়ে তাঁর কথা, আমার কাছে কেউ এমন কথা বলেনি। সেরকম কোনও ঘটনা ঘটলে অবশ্যই ডিসিপি ইস্টকে খতিয়ে দেখতে বলবো। কোনও পুলিশ থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।