শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা চার চাকা গাড়ির।ঘটনায় গুরুতর জখম হলেন একই পরিবারের ৪ সদস্য।মঙ্গলবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, গতকাল আশিঘর মোড় থেকে ইস্টার্ন বাইপাস হয়ে গোড়ামোড়ের দিকে যাচ্ছিল চার চাকার গাড়িটি।লোকনাথ মন্দির বাজারের কাছে পৌছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে উপরে উঠে যায়।ঘটনায় গুরুতর জখম হন চারজন।জখম চারজনের মধ্যে এক মহিলা ও এক শিশুও রয়েছে।
ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় ভক্তিনগর ট্রাফিক পুলিশ ও আশিঘর ফাঁড়ির পুলিশকে।পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইস্টার্ন বাইপাসে পর্যাপ্ত পথবাতি না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।এর আগেও পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ।অবিলম্বে প্রশাসনের নজরদারির দাবী জানিয়েছেন স্থানীয়রা।
গোটা ঘটনার তদন্তে পুলিশ।