শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ কিছুক্ষণের মধ্যে কাজ সেরে ফিরে আসার কথা ছিল।কিন্তু সেটাই যে ছিল শেষবার কাজে বেরোনো ছিল তা কে জানতো।এরপর বাড়িতে ফিরলো শবদেহ।এক লহমায় মোদক পরিবার যেন ছন্নছাড়া হয়ে গিয়েছে।
গত বৃহস্পতিবার ইস্টার্ন বাইপাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় সুভাষপল্লীর বাসিন্দা জয়দীপ মোদকের।তিনি একটি বিমা সংস্থায় এজেন্টের কাজ করতেন।গ্রাহকের থেকে টাকা নিতেই জলেশ্বরী বাজারে গিয়েছিলেন। সেখানেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
স্থানীয়দের বক্তব্য ফলের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। তখনই দ্রুতগতিতে আসা বোল্ডার বোঝাই ট্রাক উড়িয়ে নিয়ে যায়। জয়দীপ বাবুর বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী, ছেলে, দাদা, বোনেরা রয়েছেন। স্ত্রীয়ের ক্যান্সারের চিকিৎসা চলছে।ছেলের বয়স মাত্র ১২ বছর। মার্গারেট স্কুলে পড়াশোন করছে। এমন অবস্থায় কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় পড়েছে পরিবার। মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন জয়দীপ মোদক। তাঁর উপার্জনেই চলতো সংসার। হঠাৎ তাঁর মৃত্যুতে চিন্তায় সকলে। এখন সরকারের কাছে তাদের আশা পরিবারের কথা ভেবে কোনও উদ্যোগ যাতে নেওয়া হয়।যাতে করে সংসার চলতে পারে।