শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা।রবিবার আশিঘর মোড়ে পথ অবরোধে সামিল হল বিজেপি।
জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় এলাকায় কিছুদিন আগে পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক স্কুলপড়ুয়া।কয়েকদিন আগে আশিঘর মোড়ে ঘটে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। পরপর দুর্ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি।অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই ইস্টার্ন বাইপাস এলাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে।ফুটপাত দখল করে বহু ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা করছেন, যার ফলে পথচলতি মানুষ ও যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে।পাশাপাশি দ্রুতগতির যানবাহনের দাপট দুর্ঘটনার অন্যতম কারণ।
এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। আগামীদিনে ইস্টার্ন বাইপাস এলাকায় ফের কোনও পথ দুর্ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
