শিলিগুড়ি, ১৩ জুলাইঃ লকডাউনের পর থেকে ইস্টার্ন বাইপাসের রাস্তার ধারে বসতে শুরু হয় একটি অস্থায়ী বাজার।
এই বাজার বসার ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছিল যানযট, বাজারে মানা হচ্ছিল সামাজিক দূরত্ব। এছাড়াও বাজারে মাস্ক ছাড়াও দেখা গিয়েছে বহু মানুষকে। এরপরই রবিবার রাতেই পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয় এই অস্থায়ী বাজার।
এর জেরে ক্ষুদ্ধ বাজারে দোকান নিয়ে বসা ব্যাবসায়ীরা। বাজার বন্ধ করে দেওয়ায় সোমবার আশিঘর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, ওই বাজারে যেসকল ব্যাবসায়ীরা রয়েছেন তারা লকডাউনের আগে অন্য পেশায় যুক্ত ছিলেন। লকডাউনের পরই এই বাজার গড়ে ওঠে। তবে বর্তমানে পুলিশের তরফে এই বাজার তুলে দেওয়া হয়।