শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ঘটছে একের পর এক দুর্ঘটনা।সমস্যা সমাধানে বৈঠক সারলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
প্রসঙ্গত, ইস্টার্ন বাইপাসে একের পর এক দুর্ঘটনায় প্রান হারাচ্ছেন সাধারন মানুষ।সোমবার রাতেও দুর্ঘটনা ঘটে।এই সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে সাধারন মানুষ থেকে বিরোধী দল বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভও দেখায়।এবারে সমস্যার স্থায়ী সমাধানে তৎপর হল পুরনিগম।
মঙ্গলবার ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, পিডব্লিউডি, বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ইস্টার্ন বাইপাসে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রন করে দুর্ঘটনা কম করা যায় তা নিয়ে আলোচনা হয়।
এদিন মেয়র গৌতম দেব জানান, ইস্টার্ন বাইপাসে লাইট, ট্রাফিক সহ বেশকিছু খামতি রয়েছে।যার দরুন দুর্ঘটনা ঘটছে।সোমবারও দুর্ঘটনাগ্রস্থ হয় একটি গাড়ি।সেই কারনে আপাতত দুর্ঘটনা রুখতে বিদ্যুতিক পোলে থাকা খারাপ লাইট গুলোকে ঠিক করে দেওয়া হবে।পাশাপাশি রাস্তায় বেশকিছু ডিভাইডার রয়েছে যা প্রয়োজনের তুলনায় অনেক বড়।সেইসব জায়গায় বেশি দুর্ঘটনা ঘটছে।সেই ডিভাইডার গুলো কিছুটা ছোট করে দেওয়া হবে।আগামী ৩০ জানুয়ারি সরেজমিনে ইস্টার্ন বাইপাস খতিয়ে দেখা হবে।এরপর কাজ করা হবে।