জলপাইগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ পর্যটন কেন্দ্র হিসাবে লাটাগুড়ির ২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে এথোয়ার(ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন)তরফে অনুষ্ঠানের আয়োজন করা হল।উত্তরবঙ্গের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন হোটেল ও সংস্থাগুলোকে নিয়ে লাটাগুড়িতে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পূর্বানঞ্চলিয় ট্যুরিজম ডাইরেক্টর সাগ্নিক চৌধুরী, পদ্মশ্রী করিমুল হক সহ বিশিষ্ট অতিথিরা।
এদিনের অনুষ্ঠানে পর্যটন ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরেন। ট্যুরিজম ডাইরেক্টর সাগ্নিক চৌধুরী তাদের আশ্বস্ত করেন যে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিশেষ আর্থিক প্যাকেজ কিভাবে দেওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন তারা।
সাগ্নিক চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে পর্যটন শিল্প খুব দূরাবস্থার মধ্য দিয়ে গেলেও পর্যটন ব্যবসায়ীরা বর্তমানে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।উত্তরবঙ্গ তথা ভারতের পর্যটন শিল্পে ফের জোয়ার আসতে চলেছে।
হিমালয়ান ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্দিপন ঘোষ জানান, করোনা পরিস্থিতিতে হোম স্টে পর্যটনে গুরুত্ব যেভাবে বেড়েছে তাই তারা গ্রামীণ হোম স্টে পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীদের এক ছাদের তলায় নিয়ে এসে তাদের প্রশিক্ষিত করে তুলবেন। যাতে পর্যটকদের ঘুরতে এসে কোনো সমস্যায় না পড়তে হয়।