শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ দুদিন আগে ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮ বছরের এক স্কুল পড়ুয়া।আজ সেই শিশুর পরিবারকে সমবেদনা জানাতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, এদিন শিশুর মায়ের কাছ থেকে দুর্ঘটনার বিবরণ শোনেন মেয়র। মৃত শিশুর পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।পাশাপাশি ইস্টার্ন বাইপাসের ট্রাফিক ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনসাধারণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।বাইপাসে পথবাতি লাগানোর কথাও বলেন মেয়র।
