‘এবার আর মুখ ফিরিয়ে রাখবেন না’-মালদায় অনুরোধ মুখ্যমন্ত্রীর

মালদা,১০ ফেব্রুয়ারিঃ ‘এবার আর মুখ ফিরিয়ে রাখবেন না।মালদা জেলার মানুষ যখনি বিপদে পড়েছেন আমি ছুটে এসেছি’।মালদার জনসভা থেকে এমনটাই অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


বুধবার মালদায় জনসভা করেন মুখ্যমন্ত্রী।উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম সহ অন্যান্য নেতৃত্বরা।জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘৩০ বছর ধরে আমি মালদায় আসছি।ঢাকনাপাড়া থেকে ভুতনির গদাই চর যখনই কিছু হয়েছে আমি মালদার মানুষের পাশে রয়েছি।কিন্তু আমার দলকে এই জেলার মানুষ ভোট বাক্সে সমর্থন করেনি।গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে আমাদের রেজাল্ট শূণ্য।এবার কিন্তু আমাদের পাশে থাকুন,আমাকে মালদার ফজলি আম এবার খাওয়াবেন।অনেক আম কংগ্রেস এবং বিজেপিকে খাইয়েছেন এবার আমাকে খাওয়ান।বিজেপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে চাইছে।অতো সহজে আমি পরাজিত হবো না’।

অন্যদিকে বিজেপি নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপির নেতারা রথে চেপে এক এক জন নিজেকে জগন্নাথ,বলরাম,সুভদ্রা ঘোষনা করে দিচ্ছেন।বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন দয়া করে রথকে কুলষিত করবেন না।রথ হিন্দু ধর্মের একটি পবিত্র জিনিস’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme Bonuslarcasibom 726Onwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetbets10 günceljojobet girişgrandpashabetjojobetgrand pasha betgrandpashabet girişcasibom giriş