শিলিগুড়ি,২১ ফেব্রুয়ারিঃ ‘এবার থেকে পুর এলাকার গরীব মানুষদের দিতে হবে না জলকর।শুধু তাই নয় আগামী জুন মাসের মধ্যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতন সমস্ত গরীব মানুষের প্রাপ্য মিটিয়ে ফেলা হবে’।এমনই কথা জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে মেয়র জানান, ভোটের চমক নয়, গরীব মানুষদের স্বার্থে এই পুরনিগম বিগত সময়ে কাজ করেছে আগামীতেও করবে।পুরনিগমের পক্ষ থেকে বিপিএল ধারী সমস্ত মানুষদের এখন থেকে বিনামূল্যে জল দেবে শিলিগুড়ি পুরনিগম। শুধু তাই নয় ৮ মাসের বকেয়া ভাতাও আগামী মে মাসের মধ্যে প্রদান করবেন তারা।