শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের (ইকো সেনসিটিভ জোন)একাধিক সমস্যা নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিংয়ের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, শিলিগুড়ির মহকুমাশাসক সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
এদিন মূলত পরিবেশ-সংবেদনশীল অঞ্চল নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
এদিন মেয়র গৌতম দেব জানান, পরিবেশকে বাঁচাতে সর্বদা তৎপর শিলিগুড়ি পুরনিগম ও রাজ্যের প্রশাসন।পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের কাজ শীঘ্রই শুরু করা হবে।