শিলিগুড়ি, ৩১ মার্চঃ আজ পবিত্র ঈদ।সর্বত্র দিনটি পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ পাঠ করা হল।
প্রত্যেকবারের মত এবছরও জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে নামাজ পাঠের আয়োজন করা হয়।ইসলাম সম্প্রদায়ের বহু মানুষ নামাজে অংশগ্রহণ করেন।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিন নামাজ পাঠ শেষে জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির ইমাম গুলাম আরশাদ বারকাটি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।মেয়র গৌতম দেবও ইসলাম ধর্মাবলম্বী মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।