রাজগঞ্জ ১১ মেঃ করোনা পরিস্থিতিতে ঈদ পালন নিয়ে ইমামদের সঙ্গে বৈঠক করল রাজগঞ্জ থানার পুলিশ।
চলতি সপ্তাহে দেশজুড়ে পালিত হবে ঈদ-উল-ফিতর।১ মাস রোজা পালন করে পালিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর।প্রশাসনের বিধি নিষেধ মেনে গত বছরের মত এবারেও ঈদের নামাজ পড়তে হবে।এই সমস্ত বিষয় নিয়ে রাজগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন জামাতের ইমামদের সঙ্গে বৈঠক করেন রাজগঞ্জ থানার আই সি পঙ্কজ সরকার এবং রাজগঞ্জ জয়েন্ট বিডিও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে জেলা পুলিশের নির্দেশ অনুযায়ী বিভিন্ন নিয়মবিধি জানিয়ে দেওয়া হয়েছে।জামাতগুলিতে ৫০ জনের বেশী জমায়েত করা যাবে না। মাস্ক ও স্যানিটাইজার প্রতিটি জামাতে মজুত রাখতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
সুখানী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শেখ ওমর ফারুক জানান, সবার আগে জীবন, জীবন বাঁচলে ধর্ম বাঁচবে। ঈদের আনন্দে ফাটল ধরলেও প্রশাসনের নির্দেশ অনুযায়ীই নামাজ হবে বলে তিনি জানান।