রাজগঞ্জ, ৩০ মার্চঃ আগামীকাল পবিত্র ঈদ।সেই উপলক্ষে দুঃস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলো তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারার উদ্যোগে ও রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।এলাকার প্রায় দুই শতাধিক দুঃস্থ মানুষকে নতুন বস্ত্র তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়।
উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারা,পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার, সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় সহ অন্যান্যরা।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আগামীকাল পবিত্র ঈদ।সেই উপলক্ষে প্রতিবছর পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বাণী ধারা নিজের উদ্যোগে বস্ত্র বিতরণ করে থাকেন।আজ প্রায় ২০০ জনকে বস্ত্র তুলে দেওয়া হল। এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।