কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল ‘এক দেশ এক নির্বাচন’ এর প্রস্তাব, সংসদে পেশ হবে বিল

নিউজ ডেস্কঃ ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে একধাপ এগিয়ে গেল কেন্দ্র সরকার।কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল এক দেশ এক নির্বাচন এর প্রস্তাব।সংসদের শীতকালীন অধিবেশনে এই প্রস্তাব বিল আকারে পেশ করা হবে।


দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিঠি গঠন করা হয়েছিল।একসঙ্গে সমস্ত নির্বাচন করানোর ক্ষেত্রে কি প্রয়োজন, তা খতিয়ে দেখতে বলা হয়েছিল এই কমিটিকে।লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতিকে ১৮ হাজার পাতার একটি রিপোর্ট জমা দেয় সেই কমিটি।বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় এর অনুমোদন মেলে।

মোদী সরকারের এক দেশ এক নির্বাচন নীতি চালু করার মূল লক্ষ্য হল নির্বাচনের জন্য অহেতুক খরচ বন্ধ করা।পাশাপাশি এরফলে দেশের শাসন কার্যে বিবর্তন ঘটবে।ভোটের আদর্শ আচরণবিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না।ভারতে এর আগে ১৯৫২, ১৯৫৭, ১৯৬২ এবং ১৯৬৭ সালে একসঙ্গে সমস্ত নির্বাচন হয়েছিল।


‘এক দেশ এক নির্বাচন’ নীতির প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদনকে স্বাগত জানিয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibomgrandpashabet giriş