ফাঁসিদেওয়া, ৫ সেপ্টেম্বরঃ শিক্ষক দিবস উপলক্ষে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল ফাঁসিদেওয়ার জালাস নিজামতারার নেতাজি স্পোর্টিং ক্লাব।সোমবার এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য আইনুল হক এবং বিশিষ্ট সমাজসেবী আখতার আলি এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
এদিন প্রতিযোগিতার শুরুতেই প্রথমে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়।এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি টিম অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রয়েছে উইনার্স ট্রফি ও নগদ কুড়ি হাজার টাকা এবং রানার্স ট্রফি ও ১৬ হাজার টাকা সঙ্গে বিভিন্ন পুরস্কার রয়েছে।
এই বিষয়ে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব আনন্দ উপভোগ করলাম।আগামীতে এই প্রতিযোগিতা বড় আকারে আয়োজন করারও আশ্বাস দেন তিনি।