শিলিগুড়ি, ৮ মার্চঃ ভক্তিনগর থানার অন্তর্গত হায়দারপাড়ার শরৎচন্দ্রপল্লী এলাকায় একরাতে ৪টি বাড়ি এবং ১টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, গতকাল রাতে এলাকার ৪টি বাড়ি ও ১টি দোকানে চুরি করার পর আরেকটি দোকানে চুরির উদ্দেশ্যে পৌঁছায়।তবে দোকানের মালিক টের পেয়ে যাওয়ায় সেখান থেকে পালিয়ে যায় চোরের দল।এলাকার বাসিন্দা সুবল পাল এবং জয়ন্তী শাহের দোকান থেকে ২০ হাজার টাকার সামগ্রী এবং নগদ টাকা চুরি হয়।এর পাশাপাশি পলি চক্রবর্তী, হারাধন পাল, সুব্রত কর এবং মিঠুন পালের বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে।এছাড়াও গোপাল পালের বাড়ির সামনে থেকে একটি টোটো চুরি হয়।
স্থানীয় বাসিন্দা মাধুরী বসাক বলেন, বেশকিছুদিন ধরে এলাকায় চুরির ঘটনা বাড়ছে।পুলিশ প্রশাসনকে এই বিষয়ে জানানো হলেও কোনো লাভ হয়নি।
দোকানের মালিক শুভম পাল বলেন, দোকানে তালা ভেঙে চোর ঢোকে।তবে শব্দ পেয়েই তিনি জেগে যান এবং আশেপাশের মানুষকে সাহায্যের জন্য ডাকেন।এরপরই সেখান থেকে পালিয়ে যায় চোর।এদিকে ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চোরের খোঁজ শুরু করেন স্থানীয়রা।এরপর এলাকার একটি বাড়ির বাথরুমে লুকিয়ে থাকা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।