শিলিগুড়ি, ২৮ আগস্টঃ শিলিগুড়িতে বনধের সমর্থনে একদিকে যেমন রাস্তায় নেমেছে বিজেপি অন্যদিকে বনধের বিরোধিতায় রাস্তায় নামলো তৃণমূল।এদিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে বিজেপি কার্যকর্তারা রাস্তায় নামেন এবং সাধারণ মানুষকে বনধ সফল করতে আবেদন জানান।আজ সকাল থেকে রাস্তায় রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ।
পাল্টা বনধের বিরোধিতায় মিছিল বের করেছে তৃণমূল।হিলকার্ট রোডে একদিকে বিজেপির মিছিলের সময়ই একই রাস্তায় বনধের বিরোধীরা করে মিছিল বের করে তৃণমূল কর্মী সমর্থকেরা।একই রাস্তায় দুই দলের মিছিল নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তৃণমূলের এই মিছিল নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, পুলিশের সঙ্গে মিলে মানুষকে ভয় দেখানোর জন্যই তৃণমূল এই মিছিল বের করেছে।তবে শিলিগুড়ির মানুষ এই বনধকে সমর্থন করেছে।
তৃণমূল কংগ্রেসের তরফে বিকাশ সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বনধের বিরুদ্ধে।এই কারণে বনধের বিরোধিতায় মিছিল বের করা হয়েছে।