শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ হাতে আর মাত্র দুদিন।এরপরই শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবেন শিলিগুড়িবাসী।রাজস্থানের রাজবাড়ির আদলে পুজো মন্ডপ তৈরি করে ফের একবার চমক দিতে চলেছে শিলিগুড়ির উল্কা ক্লাব।এবছর ৪৭ তম বর্ষে পদার্পণ করছে তাদের পূজা।জোরকদমে চলছে প্রস্তুতি।
প্রতিবছর কালীপুজোয় শিলিগুড়ির উল্কা ক্লাব নিত্যনতুন থিমের আদলে পুজো মণ্ডপ তৈরি করে শহরবাসীর নজর কাড়ে।এবছর ৪৭ তম বর্ষে তাদের থিম ‘এক টুকরো রাজস্থান’।এছাড়াও থাকছে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে চন্দননগরের আলোকসজ্জা।প্রতিমাতেও থাকছে বিশেষ চমক।
পুজোর কয়েকদিন সামাজসেবামূলক কাজ ও মেদিনীপুরের শিল্পীদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।প্রতিবারের মত এবছরও তাদের পুজো শহরবাসীর নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা।