শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ একাধিক দাবিতে পথ অবরোধ করে মাটিগাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হেলথ অফিসারকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন মাটিগাড়া ব্লকের কর্মীরা।
জানা গিয়েছে, শনিবার একাধিক দাবীতে মাটিগাড়ার খাপরাইল মোড়ে পথ অবরোধ করেন আশাকর্মীরা।তাদের মূল দাবী, বকেয়া বেতন,করোনা টিকাকরণের উৎসাহ ভাতা, স্বাস্থ্য কর্মী হিসেবে সরকারি স্বীকৃতি, ফরমেট প্রথা বাতিল করা।
এদিন আশাকর্মীদের পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাটিগাড়া থানার পুলিশ।বিক্ষোভ কারীদের সরাতে গেলে পুলিশের সাথে আশা কর্মীদের বচসা বাঁধে।এই ঘটনার পর মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আশাকর্মীরা।সেখান থেকে মাটিগাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হেলথ অফিসারকে স্মারকলিপি তুলে দেন তারা।
এদিন আশাকর্মীরা বলেন, আমরা ১১বছর ধরে কাজ করে যাচ্ছি একই প্রথায়।আমদের কোনো সুরাহা হচ্ছে না।বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
অন্যদিকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন দার্জিলিং জেলার ইনচার্জ নমিতা চক্রবর্তী বলেন,রাজ্য সরকার থেকে সাড়ে ৪ হাজার টাকা এবং কেন্দ্রীয় সরকার চিকিৎসা সামগ্রী অনুযায়ী উৎসাহ ভাতা দেয়।সেই টাকা আশা কর্মীরা পাচ্ছেন না।মা, শিশুদের পাশাপাশি কোভিডের কাজ তাদের দিয়ে করানো হচ্ছে।তাই আজ বাধ্য হয়ে পথে নেমেছে কর্মীরা।