রাজগঞ্জ, ১৩ জানুয়ারিঃ একাধিক দাবীতে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করলো সিপিএম।
সোমবার সিপিএম রাজগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে আমবাড়ি বটতলা মোড় থেকে মিছিল করে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়।১০০ দিনের কাজের আইনি অধিকার রক্ষা করা, জব কার্ড বাচাঁও, কাজের অধিকার বাচাঁও, আবাস যোজনার সমস্ত গরীবদের ঘর চাই সহ বিভিন্ন দাবীতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, বাপী দে, অমল দে, ভবানন্দ রায় সহ অন্যান্যরা।