শিলিগুড়ি, ১৬ মেঃ পানীয় জলের দাবী সহ একাধিক দাবীতে মিছিল করল সিপিআইএম এর ৪ নম্বর এরিয়া কমিটি।
জানা গিয়েছে, এদিন পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের তরাই স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক সমন পাঠক,সিপিএম নেতা জীবেশ সরকার,শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা।
এই বিষয়ে সিপিএম নেতা তুফান সরকার জানান, পানীয় জলের দাবীর পাশাপাশি অবিলম্বে নিত্য প্রযোজনীয় দ্রব্যের দাম কমানো সহ একাধিক দাবীতে মিছিল করা হল।