একাধিক দাবীতে রাজগঞ্জ বিডিও অফিসের সামনে ১০০ ঘন্টা অনশন কর্মসূচি KSDC এর

রাজগঞ্জ, ৩ ডিসেম্বরঃ একাধিক দাবীতে রাজগঞ্জ বিডিও অফিসের সামনে ১০০ ঘন্টা অনশন কর্মসূচি কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিলের (KSDC)।


জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ বিডিও অফিসের সামনে এই ১০০ ঘন্টা অনশন কর্মসূচি নেওয়া হয়েছে। ভারতের সাংবিধানিক কাঠামোর মধ্যে স্বতন্ত্র কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্যের পুনর্গঠন, অসম, উত্তরবঙ্গ ও বিহারে বসবাসরত কোচ-রাজবংশী জনগোষ্ঠীর জন্য তফসিলি উপজাতি মর্যাদা প্রদান ও কামতাপুরি (রাজবংশী) ভাষার সংবিধানিক স্বীকৃতির দাবীতেই এই আন্দোলন।

এই দাবি গুলো মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব বলে জানান সংগঠনের সদস্য মহম্মদ হাসিবুল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *