শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ সেবক-রংপো রেলওয়ে টানেলের বিরুদ্ধে গ্রিন ট্রাইব্যুনালে মামলা সহ একাধিক দাবীতে সরব হয়েছে হিমালয়ান ফরেস্ট ভিলেজার্স অর্গানাইজেশন এবং উত্তরবঙ্গ বন-জন শ্রমজীবী মোর্চা।সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন সংগঠনের সদস্যরা।
এদিন উত্তরবঙ্গ বন-জন শ্রমজীবী মোর্চা সংস্থার আহ্বায়ক লাল সিং ভূজেল বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলের মানুষের দাবি ছিল বনের মানুষের জমি, জঙ্গল, নদীর অধিকার দিতে হবে।২০০৬ সালে সংসদ দাবী গুলো পাশ হয় এবং ২০০৮ সালের পয়লা জানুয়ারি আইনত অধিকার লাগু হয়।এরপরও গ্রামের নীচ দিয়ে সেবক-রংপো রেলওয়ে টানেল হচ্ছে।সেই গ্রাম ধসে পড়ে যাচ্ছে।গাছ কেটে টানেলের জন্য পাহাড় খোদা হচ্ছে।এই কারণেই রেলের বিরুদ্ধে আমরা গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করছি।সেবক রংপো রেলওয়ে টানেল হওয়ার ফলে ২৪টি গ্রাম সরাসরি প্রভাবিত।পাহাড়ের ঝর্ণার জল মানুষ পাচ্ছে না।এই সমস্যা গুলোর জন্য মাঝেমধ্যেই ধস নামছে।