শিলিগুড়ি, ৬ আগস্টঃ একাধিক দাবিতে শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তাকে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ফরেস্ট উইং।
সংগঠনের দাবি, বনকর্মীদের গামবুট, রেইনকোট সহ ইত্যাদি সুবিধা প্রদান করা হোক।এছাড়া চুক্তিভিত্তিক বনকর্মীদের শীঘ্রই প্যাকেজভুক্ত করা হোক।
তাদের এই সমস্ত দাবি দাওয়া নিয়েই এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।