শিলিগুড়ি, ১৫ ডিসেম্বরঃ পানীয় জলের পাইপ ফেটে জলের অপচয়।পরিষ্কার করা হচ্ছে না আবর্জনা।সমস্যায় মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ কলোনির বাসিন্দারা।
অভিযোগ, নিউ কলোনি এলাকায় পানীয় জলের পাইপ ফেটে গিয়েছে।প্রশাসনকে এই বিষয়ে জানানো হলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।এরফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, এলাকায় আবর্জনার স্তুপ হয়ে রয়েছে।পচা দুর্গন্ধে অতিষ্ট স্থানীয় মানুষ।এদিকে বেশকয়েকদিন আগে পানীয় জলের পাইপ ফেটে গিয়েছে।এরফলে জলের অপচয় হচ্ছে।এছাড়াও এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য দু-তিন মাস আগে বিডিও থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের চিঠিও দেওয়া হয়েছে।এরপরও কোনো সমস্যার সমাধান হয়নি।
এই বিষয়ে মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিএইচই কার্যালয়ের পাম্প অপারেটর সঞ্জীব শীল বলেন, তাদের দায়িত্ব শুধুমাত্র পাম্প চালানো।এলাকায় পাইপ ফেটে রয়েছে এই বিষয়টি আধিকারিকদের জানানো হয়েছে।