কালচিনি,১৩ আগস্টঃ একাধিক দাবিতে বনদপ্তরের রেঞ্জ অফিসে স্মারকলিপি প্রদান করল বনবস্তির বাসিন্দারা।মঙ্গলবার উত্তরবঙ্গ বন শ্রমজীবী মঞ্চের উদ্যোগে কালচিনি ব্লকের আদমা, রায়মাটাং, পানাবস্তি বাসিন্দাদের সঙ্গে নিয়ে পানা রেঞ্জ অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন বিশাল মিছিল করে রেঞ্জ অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শনও করেন বনবস্তির বাসিন্দারা। এই বিষয়ে বন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন, ‘বনাধিকার আইন প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বনদপ্তর হস্তক্ষেপ করছে।পাশাপাশি, বনবস্তি এলাকায় উন্নয়নমূলক কাজ হলে সেখানেও বাঁধা দিচ্ছে বনদপ্তর।এরূপ অন্যায় আর আমরা বরদাস্ত করব না।সে জন্যই বনদপ্তরের বিভিন্ন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করছি আমরা।’